বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শীতার্তদের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর 

কুড়িগ্রাম প্রতিনিধি

শীতার্তদের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর 

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থায় শীতের শুরুতেই হতদরিদ্র ও শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা প্রায় ৪ শতাধিক কম্বল জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের নিকট হস্তান্তর করা হয়েছে। 

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, আশা-রংপুর বিভাগের সিনিয়র এডিশনাল ম্যানেজার খন্দকার মো. আলাউদ্দিন, অডিট ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, কুড়িগ্রামের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সাইদুর রহমান, রিজিওনাল ম্যানেজার হাফিজার রহমান, আব্দুল মোত্তালেব ও আব্দুল আউয়ালসহ অন্যরা।

আশা রংপুর বিভাগের সিনিয়র এডিশনাল ম্যানেজার খন্দকার মো. আলাউদ্দিন জানান, এ জেলার অসহায় মানুষরা যাতে শীতে কষ্ট না পায় সেজন্য প্রতি বছরের ন্যায় এবারও শীতের শুরুতেই এসব কম্বল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে দেয়া এসব কম্বল জেলার প্রকৃত হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

টিএইচ